[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৪:৫৬ পিএম

মাসে পাঁচ দিনের বেশি কাজ না করার কারণ জানালেন রুনা খান


দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় থাকা জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার কাজের দর্শন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে সম্প্রতি কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের কোনো বিষয়েই তিনি চরম বা উগ্র মনোভাব পোষণ করেন না। বরং জীবনকে একটি ধারাবাহিক যাত্রা হিসেবে দেখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রুনা খান বলেন, ব্যক্তি হিসেবে তিনি খুব বেশি কট্টর নন এবং সবকিছুকেই আপেক্ষিক দৃষ্টিতে দেখেন। নতুন যেকোনো উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন বলে জানান। তার মতে, কোনো কাজ সবার পছন্দ হবে—এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। তাই জীবনকে সহজভাবে দেখাই শ্রেয়।
কাজের ক্ষেত্রে নিজের একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, গত প্রায় ১৫ বছর ধরে তিনি একই ধাঁচে কাজ করছেন। দীর্ঘ অভিনয়জীবন হলেও কাজের সংখ্যা কম হওয়াকে তিনি কোনো আক্ষেপ হিসেবে দেখেন না।
তিনি জানান, মাসে গড়ে পাঁচ দিনের বেশি তিনি কাজ করেন না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য প্রায় তিন বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এরপর থেকে বছরে মাত্র তিন থেকে চারটি প্রকল্পে কাজ করে আসছেন।
প্রযুক্তির অগ্রগতির ফলে এখন কাজের প্রচার অনেক সহজ হলেও নিজের অবস্থান বদলাননি রুনা খান। তার ভাষায়, এক দশক আগেও তিনি বছরে চার-পাঁচটি কাজ করতেন, এখনও সেটাই করছেন। তার কাছে জীবনের মূল কথা হলো—নিজের মতো করে পথ চলা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। তবে তিনি সবসময় কাজের পরিমাণের চেয়ে মান এবং ব্যক্তিগত মানসিক স্বস্তিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর