[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

কুবি ভর্তি আবেদন শুরু ২৭ নভেম্বর, প্রথমবার রাবিতেও কেন্দ্র

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

এবার প্রথমবারের মতো কুমিল্লার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা যেকোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন গ্রহণের শেষ দিনসহ সরকারি ছুটির দিনেও আবেদন করা যাবে। গত বছরের মতো এবারের আবেদন ফি ১,০০০ টাকা নির্ধারিত রয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। আর ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ৩১ জানুয়ারি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর