রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় তাঁর কাছে পকেট রাউটার ও মোবাইল ফোন পাওয়া যায়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেরোবির প্রধান ফটকের নিরাপত্তা তল্লাশিতে জিএম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী ধরা পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্র জানায়, সকাল ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল সাড়ে ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছিলেন।
আটক পরীক্ষার্থী কারমাইকেল কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন। তিনি রংপুরের বাসিন্দা এবং শামীম আহমেদ ও আইরিন আক্তারের সন্তান।
এ বিষয়ে বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান জানান, নিষিদ্ধ ডিভাইসসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং তাঁরা এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, গেটে মেটাল ডিটেক্টর পরীক্ষার সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও রাউটার উদ্ধার করা হয়। ডিভাইসগুলো তিনি পোশাকের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হয়েছে।
এ ঘটনায় এক প্রেস ব্রিফিংয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিভাগীয় শহরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। বেরোবি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। আটক পরীক্ষার্থীর বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং বিধি অনুযায়ী তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বলেন, এখানকার পরীক্ষার ব্যবস্থাপনা সন্তোষজনক।
নিষিদ্ধ ডিভাইস উদ্ধারের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৭ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: