এক দফা দাবিতে সোমবার সায়েন্সল্যাবে সমাবেশের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামী সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বড় ধরনের গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ওইদিন সেখানে একটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হবে।
শুক্রবার গভীর রাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে সমন্বয় করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর একটি খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
খসড়া প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পরামর্শ সভা আয়োজন করে।
সূত্রের বরাতে জানানো হয়, ওই সব আলোচনায় পাওয়া মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
এ পরিস্থিতিতে রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আগামী ১৯ জানুয়ারি বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে সাত কলেজের সব শিক্ষার্থীকে কর্মসূচির বিষয়ে অবগত করা হয় এবং সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষাজীবনের অনিশ্চয়তা ও মানহীনতার অবসান ঘটলেই শিক্ষার্থীরা পুনরায় নিয়মিত পড়াশোনায় ফিরে যাবেন।
এসআর
মন্তব্য করুন: