[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

হাদি হত্যার বিচারের দাবিতে কুবিতে বিক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ৫:২০ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে নানা প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানের মাধ্যমে তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


সমাবেশে বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মো. হাসান অন্তর। তিনি বলেন, ওসমান হাদির জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, দেশের সর্বস্তরের মানুষ এই হত্যার বিচার প্রত্যাশা করে।

তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ যখন ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে, তখনও কেন বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, হাদির মতো একজন সৎ ও প্রতিবাদী মানুষের হত্যার বিচার না হলে দেশে ন্যায়বিচারের ওপর মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ইস্যুর পাশাপাশি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাও জরুরি।


উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর