[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অনলাইন আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৩:০২ এএম

সংগৃহীত ছবি

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে মাসিক বেতনভুক্তি আদেশ (এমপিও) আওতায় আনার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ বুধবার শুরু হয়।

এই আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির জন্য আবেদনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তি বুধবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও পুনরায় প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (banbeis.gov.bd) ব্যবহার করা যাবে।


এতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, এমপিওভুক্তির জন্য সরাসরি, ই-মেইল অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই আবেদন জমা দিতে হবে এবং কোনো ধরনের হার্ডকপি গ্রহণযোগ্য হবে না।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হবে। এসব মানদণ্ডের ভিত্তিতেই যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তিনটি অধিদপ্তরের আওতায় প্রায় ৩২ হাজার সাধারণ স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা এমপিওভুক্ত রয়েছে।

এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাচ্ছেন, যা ‘মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)’ নামে পরিচিত।
সাধারণত ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রথমে এমপিওভুক্ত হয় এবং পরবর্তী সময়ে কিছু প্রতিষ্ঠান সরকারিকরণের আওতায় আসে।

তবে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর