যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৫৬ জন শিক্ষার্থী ২০২৫–২৬ অর্থবছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা আর্থিক অনুদান পাচ্ছেন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা করে প্রদান করা হবে।
এতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ ২৪ হাজার টাকা। যবিপ্রবির ১০টি বিভাগের শিক্ষার্থীরা এই ফেলোশিপের আওতায় এসেছেন।
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে ছয়জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তিনজন এবং গণিত বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
কেমিকৌশল বিভাগ থেকে একজন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ থেকে সর্বাধিক ১৩ জন শিক্ষার্থী ফেলোশিপ পাচ্ছেন।
এ ছাড়া মাইক্রোবায়োলজি বিভাগ থেকে ১০ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে আটজন, ফার্মেসি বিভাগ থেকে সাতজন এবং নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ থেকে পাঁচজন শিক্ষার্থী তালিকাভুক্ত হয়েছেন।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ থেকে একজন শিক্ষার্থীও এই ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, দেশে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত ও বেগবান করতে ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে সরকার নিয়মিতভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে।
ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান—এই তিনটি খাতে এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে ফেলোশিপ প্রদান করা হয়।
এসআর
মন্তব্য করুন: