শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং গার্ল গাইড আন্দোলনে সক্রিয় ও কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন জেসমিন আরা।
জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার গার্ল গাইড সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।
নেতৃত্ব বিকাশ, সৃজনশীল কার্যক্রম, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক দায়িত্ব পালনের মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে ডামুড্যা উপজেলার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেসমিন আরাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
২০১০ সাল থেকে তিনি উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মনির্ভরতা ও নেতৃত্বগুণ বিকাশে গার্ল গাইড কার্যক্রমকে কার্যকরভাবে এগিয়ে নিচ্ছেন।
তার উদ্যোগে বিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, ক্যাম্প, সামাজিক সেবা কার্যক্রম এবং বিভিন্ন সচেতনতামূলক আয়োজন পরিচালিত হয়ে আসছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে জেসমিন আরা বলেন, গার্ল গাইড কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এ স্বীকৃতি তাকে শিক্ষা ও সমাজ উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক হিসেবে জেসমিন আরার নির্বাচিত হওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, এ অর্জন শরীয়তপুর জেলার সম্মান বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে তিনি বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: