রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬।
আগামী ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ট্যুরিজম টুমরো: নেচার’স নেক্সট ফ্যাক্টর টু এক্সপ্লোর।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
এছাড়া সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৭০ জনের বেশি গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলন প্রসঙ্গে রাবিপ্রবির উপাচার্য বলেন, রাঙ্গামাটি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা হলেও প্রত্যাশিত পর্যটন বিকাশ এখনো সম্ভব হয়নি।
পর্যটন খাতকে আরও পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভরভাবে এগিয়ে নিতে রাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।
এর মাধ্যমে একাডেমিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটবে, পাশাপাশি স্থানীয় পর্যটন শিল্পের ব্র্যান্ডিং ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাঙ্গামাটিতে এই প্রথম জাতীয় পর্যায়ের পর্যটন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
তাঁদের মতে, এ আয়োজন রাঙ্গামাটির পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরতে সহায়ক হবে।
এসআর
মন্তব্য করুন: