[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

২৫ জানুয়ারি থেকে কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীরা আগামী ২৫ জানুয়ারি থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কুবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নির্ধারিত তারিখ থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

আর ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে ৩১ জানুয়ারি। চলতি বছর কুবিতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ১০৮ জন শিক্ষার্থী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর