[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে জবাবদিহির দৃষ্টান্ত গড়লেন রাবিপ্রবি উপাচার্য

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি

নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় মানুষের অন্যতম প্রধান দাবি জবাবদিহিতা।

সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন দেখা গেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

এর আগে বৈষম্যহীন ও উন্নত ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা, সংকট ও সীমাবদ্ধতা তুলে ধরে তিন দফা দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে খোলামেলা আলোচনার উদ্দেশ্যে পরদিন বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার আহ্বান জানান উপাচার্য।


নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেন উপাচার্য। তিনি প্রথমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পর্যায়ক্রমে উত্থাপিত দাবিগুলোর প্রেক্ষাপট ও বাস্তবতা ব্যাখ্যা করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক ও স্পষ্ট জবাব দেন তিনি।


শিক্ষার্থীদের মতে, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে এমন সরাসরি জবাবদিহিমূলক উদ্যোগ বিরল। তারা আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশের চেতনায় দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও এ ধরনের জবাবদিহিতা ও স্বচ্ছ প্রশাসনিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর