খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন
দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল, খান বাহাদূর আহছানউল্লা হল ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করেন। মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যান।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি (ডিসিপ্লিন প্রতিনিধি) ব্যবস্থা বাতিল করা।
বিক্ষোভকারীরা জানান, বর্তমান রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়ছেন। তারা বলেন, ছাত্র প্রতিনিধি ব্যবস্থার পরিবর্তে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক। তারা দাবি করেন, এই ফি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ছাত্র প্রতিনিধি ব্যবস্থার মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব ঢোকার সুযোগ তৈরি হতে পারে, যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।
তারা আরও জানান, এক কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, কোর্স রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান জানান, হয়তো কারিগরি কোনো সমস্যার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এসআর
মন্তব্য করুন: