প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারি করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
ঘোষিত স্থানগুলো হলো সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতির মাধ্যমে শিক্ষার্থীরা এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মতবিনিময় শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক ও পরামর্শ সভা আয়োজন করে।
শিক্ষার্থীদের দাবি, এসব আলোচনার ভিত্তিতে খসড়াটি সংশোধন ও হালনাগাদ করা হয়েছে।
সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারি মাসের শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানান তারা।
তবে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা নতুন কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওই সভায় হালনাগাদ খসড়ার অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারি করা হবে—এমন প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
তাদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: