[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

কুবিতে ফেনী স্টুডেন্টস্ এসোসিয়েশনের নবীনবরণ ও সংবর্ধনা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১:০৬ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফেনী স্টুডেন্টস্ এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ  ও  প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বেলাল হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল সায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মোমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ। 


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম মাওলা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার চর্চা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বরণ করা হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর