[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইউজিসির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের শিরোনাম— ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন: উচ্চশিক্ষার অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা (সার্চে ২০২৬)।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান।


অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা অংশ নেন।


ইউজিসি সূত্রে জানা যায়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এতে উপস্থিত রয়েছেন। আগামী ১৫ জানুয়ারি সম্মেলনের সমাপ্তি হবে।
এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও শিক্ষাবিদরা সম্মেলনে অংশগ্রহণ করছেন।
ইউজিসি জানায়, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা বিষয়ক সহযোগিতা ও নেটওয়ার্ক আরও সুদৃঢ় করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।


সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ইউজিসিকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদ শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রেক্ষাপটে ভবিষ্যৎ প্রজন্ম যে প্রশ্ন তুলবে— “হোয়াট ইজ এডুকেশন? - সেই প্রশ্নের অর্থবহ জবাব আমাদের প্রস্তুত রাখতে হবে। যেখানে শিক্ষা ব্যবস্থা নিপীড়নের হাতিয়ার হয়ে ওঠে বা ফ্যাসিবাদী চর্চার সহায়ক হয়, সেখানে শিক্ষার প্রকৃত প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষাবিদ সমাজ সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর