[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৬:৫০ পিএম

সংগৃহীত ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে গণভোট সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণভোটের ব্যানার প্রদর্শন এবং সরকারি দাপ্তরিক যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের কথা বলা হয়েছে।

মাউশির নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

এ গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।


এ প্রেক্ষিতে নির্বাচন-পূর্ব সময় পর্যন্ত সকল সরকারি দাপ্তরিক যোগাযোগ—যেমন চিঠি, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্রসহ অন্যান্য নথিতে- গণভোটের লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। গণভোটের স্বচ্ছ লোগো নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়।

পাশাপাশি অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে খাড়া ব্যানার দৃশ্যমান স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


অন্যদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ এবং যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাউশি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর