[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সভাপতি শরিফুল, সাধারণ সম্পাদক ফয়সাল

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুবির কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় এই আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) ও মো. ইমরান হোসেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি এবং মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনাস আজিম, আমজাদ হোসাইন ও রফিকুল ইসলাম।


এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী, কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদ হাসান চৌধুরী।


নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, সংগঠনকে সক্রিয় ও প্রাণবন্ত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, নবীন বরণ, মেজবান আয়োজন কিংবা পরীক্ষার্থীদের সহায়তার মতো কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ততা বাড়াতে চান তারা। একই সঙ্গে চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য জোরদার করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে সভাপতি শরিফুল ইসলাম বলেন, সংগঠনের সভাপতির দায়িত্বকে তিনি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সবার সহযোগিতা পেলে সংগঠনটিকে আরও আধুনিক, সংগঠিত ও শিক্ষার্থীবান্ধব রূপে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন হিসেবে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে পরিচিত।

এই সংগঠনকে শক্তিশালী পারিবারিক বন্ধনের জায়গা হিসেবে ধরে রেখে ভবিষ্যতে আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


উল্লেখ্য, ঘোষিত এই আংশিক কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর