সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ফলে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান।
তিনি বলেন, নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস, অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও তদন্তে এসব অভিযোগের পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাই দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সামছুল আহসান আরও জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর। এ ধরনের তথ্য যাচাই না করে প্রচার না করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সম্প্রতি একদল চাকরিপ্রার্থী বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযোগগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।
অধিদপ্তর সূত্র জানায়, অভিযোগ যাচাই শেষে প্রশ্নফাঁসের কোনো প্রমাণ না পাওয়ায় পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া চালু রাখা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: