কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। ‘
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ শীর্ষক এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার ময়নামতি এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিদুল ইসলাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পায়ের আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে ১৪টি ভেন্যুতে ৬টি কি-নোট সেশন, ১৩টি টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিনে ৯টি ভেন্যুতে ৪টি কি-নোট সেশন এবং ৯টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য মোট ২৭০টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে, যার মধ্যে ১৮৪টি নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রবন্ধগুলোর মধ্যে ১৪৯টি মৌখিক উপস্থাপনা এবং ৩৫টি পোস্টার আকারে উপস্থাপন করা হবে। পাশাপাশি ১৩টি পূর্ণাঙ্গ প্রবন্ধ ও দুটি প্লেনারি টক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, গবেষণার ক্ষেত্রে একক বিষয়ের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে বহুমাত্রিক গবেষণা প্রয়োজন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গবেষণার সহায়ক শক্তি হিসেবে কাজে লাগাতে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জটিল বৈজ্ঞানিক ও সামাজিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, বিজ্ঞান অনুষদের এই প্রথম আন্তর্জাতিক সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. হায়দার আলী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি জানান, গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু করা হয়েছে এবং চলতি বছরে পিএইচডি প্রোগ্রাম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশের গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, নতুন ধারণার বিকাশ এবং গবেষণা সহযোগিতার পথ সুগম হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক অবদান রাখবে।
এসআর
মন্তব্য করুন: