[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

শিবির সমর্থিত জয়ী ভিপি রিয়াজুল

জয় ও পরাজয় আল্লাহর পক্ষ থেকেই আসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ২:০০ এএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভোটারদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

বিজয়কে ‘ভূমিধস’ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বড় শব্দ ব্যবহার করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

তার ভাষায়, জয় কিংবা পরাজয়- উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, আর ছাত্র সংসদ নির্বাচন মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের একটি মাধ্যম।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন ও মেধাবী। তারা নিজ নিজ বিবেচনায় যাকে যোগ্য মনে করেছেন, তাকেই ভোট দিয়েছেন।

 

কেউ ছাত্রদলকে সমর্থন করেছেন, আবার কেউ তাদের প্যানেলের প্রতি আস্থা রেখেছেন। যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার সিদ্ধান্তকেই তিনি সমানভাবে সম্মান করেন বলে জানান।


নির্বাচনের পর কোনো ধরনের বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত ভিপি বলেন, নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন প্যানেলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হয়েছে, আগামীতেও একইভাবে সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর