কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩-এর তফসিল ১৪ (১) অনুসারে ড. নাহিদা বেগমকে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পূর্ববর্তী পরিচালক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার পাশাপাশি গবেষণা কার্যক্রমে অধিক মনোযোগী থাকায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন পরিচালক হিসেবে ড. নাহিদা বেগমকে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ড. নাহিদা বেগম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র পরামর্শক দপ্তরকে আরও কার্যকর ও গতিশীল করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
এসআর
মন্তব্য করুন: