জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে
ফলাফলে চারটি বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা লিড নিচ্ছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি বিভাগের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত কেন্দ্রগুলো হলো—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগ।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট। একই বিভাগে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
লোকপ্রশাসন বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট। একই বিভাগে ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।
এসআর
মন্তব্য করুন: