[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তীব্র আবাসন সংকট

ববি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার এক যুগ পার হলেও শিক্ষার্থীদের আবাসন সংকট এখনও কাটেনি।

দিনে দিনে এ সংকট প্রকট আকার ধারণ করেছে।

শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও সে অনুযায়ী আবাসিক সুবিধা না বাড়ায় বর্তমানে সাত হাজারের বেশি শিক্ষার্থী হল সুবিধার বাইরে রয়েছেন। এর ফলে পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপনে চরম ভোগান্তির মুখে পড়ছেন তারা।


বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চারটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে বিজয় ২৪ হল ও শের-ই-বাংলা হল ছাত্রদের জন্য এবং সুফিয়া কামাল হল ও তাপসী রাবেয়া খাতুন হল ছাত্রীদের জন্য বরাদ্দ। এসব হলের মোট আসন সংখ্যা আনুমানিক তিন হাজার। অথচ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত।

ফলে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে মেস বা ভাড়া বাসায় বসবাস করছেন।


শিক্ষার্থীরা জানান, নথুল্লাবাদ, চৌমাথা, নতুন বাজার, বাংলা বাজার ও রুপাতলি এলাকায় মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা নিয়েও শঙ্কা বাড়ছে।


উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. হাসিব বলেন, ক্যাম্পাসের বাইরে থাকায় খরচ বেড়ে যাচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি সব সময় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সিরাজ সীমি জানান, ছাত্রীদের ক্ষেত্রে আবাসন সংকট আরও গুরুতর। দূরবর্তী এলাকায় থাকতে হওয়ায় প্রতিদিন যাতায়াতে সময় ও শক্তি নষ্ট হচ্ছে, যা পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. পারভেজ বলেন, অনেক শিক্ষার্থী টিউশনি বা খণ্ডকালীন কাজ করে নিজের খরচ চালান। এর সঙ্গে বাড়িভাড়া যোগ হওয়ায় পড়াশোনা চালিয়ে নেওয়াই কঠিন হয়ে পড়ছে।

সমাজবিজ্ঞান বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মো. তানজিল বলেন, এক কক্ষে অতিরিক্ত সদস্য থাকার কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। রাতে ঠিকমতো ঘুমানোও সম্ভব হয় না।

আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকায় উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন হল নির্মাণ ও বিদ্যমান হলগুলোর আসন সংখ্যা বাড়ানোর দাবি তাদের।


এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম প্রতিদিনের বাংলাকে বলেন, আবাসন সংকট নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে। তবে বিভাগীয় বিশ্ববিদ্যালয় হওয়ায় বাজেট সীমিত।

২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে ৬৪ কোটি ৩০ লাখ টাকা, যা দিয়ে বড় পরিসরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন। তবুও সংকট কাটাতে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর