[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

জকসু নির্বাচনে নিরপেক্ষ থাকার অনুরোধ -শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ২:২৮ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে যুক্ত সব ব্যক্তি ও পক্ষকে পক্ষপাতহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন এ আহ্বান জানান।


তিনি বলেন, নির্বাচন মানেই প্রতিযোগিতা—এতে জয় ও পরাজয় দুটোই থাকবে। কিন্তু ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো পক্ষের প্রতি ঝুঁকে পড়া উচিত নয়।


শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, এসব বিষয় শিক্ষক সমিতির নজরেও এসেছে। আশা প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবে।


ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জটলা প্রসঙ্গে অধ্যাপক রইচ উদ্দিন বলেন, পরিস্থিতি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেই তিনি আশাবাদী।


দীর্ঘদিন পর আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫। প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছেন ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর