কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিমসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং রাজনৈতিক নেতৃত্ব তরুণ প্রজন্মের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম কুবির ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্যক্তিগত দুঃখকে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা তিনি রেখে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবার প্রতি মানবিক ও নৈতিক জীবনযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এসআর
মন্তব্য করুন: