প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, শরীফ ওসমান হাদি এবং প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অস্থায়ী প্রার্থনা কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র বেদ মন্ত্র পাঠ করা হয়।
পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রয়াতদের আত্মার মঙ্গল ও শান্তি কামনা করা হয়। শেষে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শ্রীমান প্রান্তিক দাশ বলেন, “প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিই এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।
তাঁর মৃত্যুতে দেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনায় আমরা এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছি।
তিনি আরও বলেন, একইসঙ্গে মহান আত্মত্যাগের স্মরণে শহীদ শরীফ ওসমান হাদি এবং প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনাও করা হয়েছে। এই প্রার্থনার মাধ্যমে আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমতী পড়শি রায় বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ ওসমান হাদি ও দীপু চন্দ্র দাসের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছি।
তিনি বলেন, এই শোকাবহ সময়ে আমরা তাঁদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের এই কঠিন সময় পার করার শক্তি, ধৈর্য ও মানসিক সাহস দান করেন।
এসআর
মন্তব্য করুন: