কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
দীর্ঘদিন তিনি একই দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত বাছাইবোর্ডের সুপারিশের ভিত্তিতে এবং ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রসঙ্গে মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারা তাঁর জন্য গর্বের বিষয়।
তিনি উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি জানান, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরকে আরও আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ায় তিনি আরও আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পূর্বে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা নুরুল করিম চৌধুরীকে এবার নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে ভাইভা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ নুরুল করিম চৌধুরী ৯ অক্টোবর ২০১৮ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এসআর
মন্তব্য করুন: