[email protected] শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

নির্বাচন ও রমজান সামনে রেখে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৯:৪৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে ঘিরে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে যেন কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়—সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।


সভায় জ্বালানি উপদেষ্টা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে পরিমাণ এলপিজি আমদানির অঙ্গীকার করেছেন, সেটি বাস্তবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচন ও রমজানের মতো সংবেদনশীল সময়ে যেন ভোক্তারা কোনো ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।


তিনি আরও জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সরকার অপারেটরদের সব ধরনের সহযোগিতা দেবে। আমদানি, পরিবহন বা অন্যান্য প্রশাসনিক জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে এগিয়ে আসবে।


সভায় এলপিজি অপারেটরদের প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আমদানিতে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে তারা দাবি করেন, অতিরিক্ত দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন।


অপারেটরদের পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি আমদানির লক্ষ্য পূরণ করা গেলে বর্তমান সরবরাহ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং বাজারে স্বস্তি ফিরবে।


সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা এলপিজি সরবরাহ অব্যাহত রাখা, মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর