[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ৪:৩৭ পিএম

সম্প্রতি রাজধানীর একটি নামকরা হোটেলে যমুনা ব্যাংক পিএলসির

বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৬ আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানূতোষ মজুমদার ও মো. ইসমাঈল হোসেন সিরাজী এবং স্বতন্ত্র পরিচালক এম. মুরশিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান এবং সারা দেশের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন। ২০২৫ সালে সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের জন্য নির্বাচিত শাখা, উপশাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড–২০২৫ ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী কার্যক্রম, টেকসই প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর