[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ৫:০২ পিএম

পুঁজিবাজারে সূচক সামান্য উর্ধ্বমুখী, তবে লেনদেনে গতি কম সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম—উভয় স্টক এক্সচেঞ্জেই বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম কমলেও সব প্রধান সূচকই সামান্য বেড়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১২৬টির দাম বেড়েছে, ১৮৩টির কমেছে এবং ৮২টির দাম অপরিবর্তিত ছিল। অধিকাংশ সিকিউরিটিজের দর কমলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। পাশাপাশি শরিয়াহ সূচক প্রায় দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৪২৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের তুলনায় কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। প্রধান সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক উল্লেখযোগ্যভাবে ৫৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
সিএসইতে এদিন ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৫৭টির দাম বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় সামান্য কম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর