অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের পোশাক রপ্তানিতে মন্দা
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২.৬ শতাংশ। এই সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ১৯.৩৭ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, নিটওয়্যার খাতে রপ্তানি কমেছে প্রায় ৩.২ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ১.৯ শতাংশ। অর্থাৎ দুই প্রধান উপখাতেই নেতিবাচক প্রবণতা দেখা গেছে।
ডিসেম্বর মাসে রপ্তানির চিত্র আরও দুর্বল ছিল। ওই মাসে পোশাক রপ্তানি আগের বছরের ডিসেম্বরের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমেছে। নিট ও ওভেন—উভয় ধরনের পোশাক রপ্তানিতেই উল্লেখযোগ্য পতন হয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন শুল্কনীতির প্রভাব পোশাক খাতকে চাপের মুখে ফেলেছে। ক্রেতারা অর্ডার কমাচ্ছেন এবং ভারত ও চীনের প্রতিযোগীরা ইউরোপের বাজারে কম দামে পণ্য সরবরাহ করায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে পুরো ২০২৫ সাল বিবেচনায় নিলে পোশাক রপ্তানি সামান্য বেড়েছে। বছরের প্রথম ভাগের তুলনামূলক ভালো প্রবৃদ্ধির কারণে মোট রপ্তানি আয় আগের বছরের তুলনায় প্রায় ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এসআর
মন্তব্য করুন: