[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

পুঁজিবাজারে মার্জিন ঋণ সুবিধা হারাচ্ছে ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৪:৪৯ পিএম

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন

না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত মোট নয়টি কোম্পানিকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করেছে। এর ফলে জেড ক্যাটাগরিতে অবস্থানকালীন এসব কোম্পানির শেয়ার ক্রয়ে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না।
ডিএসই সূত্র জানায়, রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত যেসব কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছিল, সেগুলো সোমবার (৫ জানুয়ারি) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এ সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড, জেমিনি সি ফুড এবং বেস্ট হোল্ডিংস।
ডিএসই আরও জানিয়েছে, এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে সব স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংককে মার্জিন ঋণ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে যে নির্দেশনা জারি করেছিল, তার আলোকে এই কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর