[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

রমজানে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৪:৫১ পিএম

ফাইল ছবি

রমজান মাসে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত রাখতে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উপসচিব মোহাম্মদ রুবায়েত খান স্বাক্ষর করেন।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সিদ্ধান্তটি গ্যাস ব্যবহারের ভারসাম্য বজায় রাখা ও অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা মেটানোর জন্য নেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর