রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পাশাপাশি আহত ও অসুস্থ অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত করছে।
এসআর
মন্তব্য করুন: