ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করে আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।
তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আন্দোলন অব্যাহত থাকবে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু হবে।
রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি জানান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির এক দফা দাবিতে আগামীকাল সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, আজকের কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা কোনোভাবেই সরে আসবে না। শিক্ষার্থীদের মতে, এটি কোনো স্বল্পমেয়াদি আন্দোলন নয়; বরং নিজেদের ভবিষ্যৎ ও অধিকার নিশ্চিত করার সংগ্রাম।
এর আগে দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবসহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, গাবতলী এলাকায় যান চলাচল সীমিত করে অনেক গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে বিকল্প পথে ঢাকায় প্রবেশের চেষ্টা করছে। একই সঙ্গে বহু যাত্রীকে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
এসআর
মন্তব্য করুন: