দেশে চলমান এলপি গ্যাসের ঘাটতির কারণে পরিবহণ খাত মারাত্মক সংকটে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা জানিয়েছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে যাত্রীসেবা, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সংকটের কারণে পরিবহণ খাতে সৃষ্ট সমস্যার চিত্র তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সিরাজুল মাওলা বলেন, এলপিজি অটোগ্যাস পরিবেশবান্ধব ও তুলনামূলকভাবে সাশ্রয়ী জ্বালানি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি উৎসাহে দেশের সব জেলায় প্রায় এক হাজার অটোগ্যাস স্টেশন গড়ে উঠেছে এবং প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে। তবে বর্তমানে ভয়াবহ গ্যাস সংকটের কারণে অধিকাংশ স্টেশন কার্যত বন্ধ হয়ে আছে।
এসআর
মন্তব্য করুন: