বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ এলাকায় জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনটি এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তবে জরুরি সেবার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদেই তাৎক্ষণিকভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে
এসআর
মন্তব্য করুন: