[email protected] রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
৫ মাঘ ১৪৩২

মৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৪০ পিএম

রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির দাম প্রত্যাশা

অনুযায়ী কমেনি। সাধারণত শীতের শুরুতেই বাজারে সবজির সরবরাহ বাড়ে এবং দাম কিছুটা কমে আসে। তবে এবার সেই পরিচিত চিত্র দেখা যায়নি।

এ সপ্তাহে বেগুন, মুলা, কুমড়ো, পেঁপে ও গাজরের মতো কিছু সবজির দাম সামান্য কমলেও বেশিরভাগ মৌসুমি সবজি আগের উচ্চ দামেই বিক্রি হচ্ছে।

বেগুন বর্তমানে কেজি ৬০ টাকা (আগে ছিল ৮০)

মুলা ৩০ টাকা (আগে ৪০)

কুমড়ো ৪০ টাকা (আগে ৫০)

পেঁপে ৩০ টাকা (আগে ৪০)

গাজর ৬০ টাকা (আগে ৮০)


অন্যদিকে ফুলকপি, বাঁধাকপি, করলা, শসা, শিম ও কাঁচা মরিচের মতো সবজির দামে কোনো পরিবর্তন আসেনি।

বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা বাড়লেও সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম স্থিতিশীল রয়েছে। ক্রেতারা বলছেন, শীতের মৌসুম শুরু হলেও সবজির দামে সেই মৌসুমি স্বস্তি এখনো মিলছে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর