[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া শিশু মো. স্বাধীনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।

প্রায় ৩২ ঘণ্টা আটকে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু স্বাধীন (ডাকনাম সাজিদ) রাকিবের ছেলে। জানা যায়, পরিবারের বাড়ির পাশে বহুদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা গভীর নলকূপটির মুখ খোলা ছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সেই গর্তে পড়ে যায় স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর