[email protected] রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
৫ মাঘ ১৪৩২

গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:১৭ এএম

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে।

 

রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার নজরদিঘী কমিশনার মার্কেটের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আবু দাউদ নামের এক ব্যবসায়ীর ঝুট গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা প্রথমে নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন জানান, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর