[email protected] সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দর এনসিটি–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১:৫৩ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা–সংক্রান্ত চুক্তির উপর চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় যে চুক্তির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে।

এর আগে, গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এনসিটি পরিচালনা নিয়ে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ওই রিটে রুল জারি করেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর