[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

কুমিল্লায় গুলিতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।


সংঘর্ষ চলাকালে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এলাকাবাসী জানান, এর আগেও গত বছরের ৩ আগস্ট একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে কয়েকটি পরিবারের সদস্যদের দীর্ঘ সময় এলাকা ছাড়তে হয়।


সম্প্রতি সেনাবাহিনীর উদ্যোগে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, সেই উত্তেজনার ধারাবাহিকতায়ই আজকের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর