আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গণভোট ২০২৬: সংসদ নির্বাচন - দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের রথখোলায় অবস্থিত শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান।
সভায় সভাপতির বক্তব্যে মো. সোহেল হাসান জানান, গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সিটি কর্পোরেশনের অর্থায়নে দুটি প্রচারযান প্রস্তুত করা হয়েছে। এসব গাড়ির মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে গণভোটের প্রচারণা চালানো হবে। এছাড়া গণভোট প্রচারের জন্য লিফলেট ও অন্যান্য প্রচার সামগ্রীও পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করা হয়েছে।
তিনি গণভোটের সফল প্রচারে সবার সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণভোট ও নির্বাচন সংক্রান্ত বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা প্রশাসক মো. আলম হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান তিনি।
এছাড়া তিনি নির্বাচনী পর্যবেক্ষক কার্ড পেতে সাংবাদিকদের প্রেস ক্লাবের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে পেরে গর্ববোধ করছেন বলে উল্লেখ করেন। সুন্দরভাবে সভা আয়োজনের জন্য সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি।
মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: