[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ভৈরবে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৩:১০ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

এ উপলক্ষে জেলার সর্বত্র প্রস্তুতি তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল ভৈরবের সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেছে।


জানা গেছে, ভৈরব পৌর স্টেডিয়ামে আয়োজিত এ জনসভাকে কেন্দ্র করে স্মরণকালের বড় সমাবেশ আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার শীর্ষ নেতারা মাঠে নেমেছেন।

সভাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। একই দিন বিকেলে ভৈরব উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।


মো. শরীফুল আলম গণমাধ্যমকে জানান, ২১ জানুয়ারি তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত শেষে সকাল ১১টায় তিনি আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর সড়কপথে ঢাকার পথে যাত্রাকালে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


নিরাপত্তা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, ভৈরবের জনসভার ভেন্যু চেয়ারম্যানের বহরের চলাচলের জন্য কতটা উপযোগী—তা যাচাই করতেই এই পরিদর্শন করা হয়েছে।


তারেক রহমানের সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীদের আশা, এই সফর আসন্ন নির্বাচনে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর