আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলা প্রশাসক বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আলোচনা পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডি প্রতিরোধে কার্যকর উদ্যোগ, দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য জেলা প্রশাসনের অধীনে মিডিয়া সেল চালু, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সময়মতো নির্বাচনি পাস ও যানবাহনের স্টিকার সরবরাহের দাবি তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন নির্বাচন ঘিরে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এবং জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী।
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা ফরহাদ আহমেদ-এর সঞ্চালনায় সভায় ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা–২০২৫’ বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: