[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ঈশ্বরগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১:৪১ এএম

আটক যুবদল নেতা নূর মুহাম্মদ তুহিন (৩৫)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মুহাম্মদ তুহিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি স্থানীয় যুবদল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার চরনিখলা এলাকার রেললাইন সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দীন ও এসআই ফিরোজ মিয়া-এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে তুহিনের হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটক নূর মুহাম্মদ তুহিন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় কর্মী।

তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।


ঈশ্বরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর