[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

একরামুজ্জামান সুখনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত বিএনপির

নাসিরনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখনের বিরুদ্ধে নেওয়া বহিষ্কার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডের অভিযোগে এস এ কে একরামুজ্জামান সুখনকে এর আগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তার লিখিত আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলীয় ফোরামে বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


এর ফলে তিনি পুনরায় বিএনপির সদস্যপদসহ আগের সাংগঠনিক অবস্থানে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর