[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ভালুকায় আপিলে বৈধতা পেলেন স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলম

ভালুকা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৬:২২ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী পরিস্থিতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।

মনোনয়ন সংক্রান্ত জটিলতা কাটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন মুহাম্মদ মুর্শেদ আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়।

দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়েননি বিএনপির ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

তবে গত ৪ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ভোটার স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।


পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। কমিশন বিষয়টি পুনরায় পর্যালোচনা করে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।


এর ফলে ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুর্শেদ আলমের অংশগ্রহণ নিশ্চিত হলো।

এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হবে বলে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর