[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৩:১১ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

এর আগে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ড এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পুরো এলাকা ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দূরবর্তী স্থান থেকেও দাউদাউ করে জ্বলতে থাকা শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল।

আগুনের ভয়াবহতা দেখতে বিদ্যুৎ প্রকল্পসংলগ্ন এলাকার অনেক মানুষ ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। তবে প্রকল্প এলাকায় নিরাপত্তাজনিত কারণে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারেননি।


উল্লেখ্য, বঙ্গোপসাগরের তীরবর্তী মাতারবাড়ীতে অবস্থিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কয়লাভিত্তিক এবং এর উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর