দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর মাস্টার প্যারেড।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও সালাম গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের মোট ১০টি কন্টিনজেন্ট অংশ নেয়। পাশাপাশি সুশৃঙ্খল ও সুসজ্জিত বাদক দল প্যারেডে বিশেষ আকর্ষণ যোগ করে।
প্যারেডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মোঃ হারেজ উদ্দিন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ড্রেস টার্নআউট ও ড্রিলের মান যাচাই করেন।
এসব বিষয়ের ওপর ভিত্তি করে তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও পোশাক বিধি অনুসরণে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব বজায় রাখা, শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন এবং জনসেবায় আরও মনোযোগী হওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: